দেশ তো বটেই, বিশ্বের পর্যটন মানচিত্রেও কলকাতার এক আলাদা জায়গা রয়েছে। ৩০০ বছরের প্রাচীন এই শহর দেখতে দেশ বিদেশ থেকে ভিড় জমান বহু পর্যটক। এছাড়াও শীতের ছুটির দিন মানেই চিড়িয়াখানা, ভিক্টরিয়া, সায়েন্স সিটি কিংবা নিক্ক পার্ক। পার্শ্ববর্তী তো বটেই শীতকালে দূর দূরান্তের জেলা থেকেও কলকাতা ঘুরতে আসেন অসংখ্য মানুষ। প্রত্যেকটি দর্শনীয় স্থানে ব্যাপক ভিড়ও হয়। যার ফলে প্রতিটি জায়গায় যাওয়ার আগে দীর্ঘক্ষণ লাইনেও দাঁড়াতে হয়। এবার এই অসুবিধার কথা ভেবেই অভিনব উদ্যোগ নিল রাজ্যের পর্যটন দফতর। একবার টিকিট কেটেই শহরের দর্শনীয় স্থানগুলো দেখা যাবে।
বুধবার সাংবাদিক বৈঠক করে পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে কলকাতা ভ্রমণের জন্য ‘ইন্টিগ্রেটেড ট্যুরিস্ট পাস’ চালু করছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পরিষেবার উদ্বোধন করবেন। বাবুল সুপ্রিয় জানিয়েছেন, এই পাসের বিনিময়ে কলকাতার ২১টি দ্রষ্টব্য স্থান ঘুরে দেখা যাবে।
চিড়িয়াখানা-ভিক্টরিয়ার পাশাপাশি তালিকায় রয়েছে ইকো-পার্ক, নতুন হওয়া আলিপুর জেল মিউজিয়াম, পুলিশ মিউজিয়ামের মতো স্থানগুলিও। অনালাইনে এপের মাধ্যমে এই পাস কিনতে হবে। যার জন্যে খরচ পড়বে ৪৯৫টাকা। তবে কেউ ২১টি জায়গা ঘুরে না দেখতে চাইলে তার জন্যও টিকিট কাটার সময় পৃথক বিকল্প রয়েছে।
Comments are closed.