বর্ষায় দার্জিলিং বেড়াতে যাচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ! এক মাসের জন্য বন্ধ থাকছে পাহাড়ের অন্যতম আকর্ষণ টয় ট্রেন। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। বর্ষায় পর্যটক কমে যাওয়ার এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
রবিবার টয় ট্রেন বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত এনজেপি-দার্জিলিং এবং ৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দার্জিলিং-এনজেপি টয় ট্রেন বন্ধ থাকবে। স্বাভাবিক কারণে, এই সময়ের মধ্যে আপনি দার্জিলিং গেলে টয় ট্রেনে চড়তে পারবেন না।
আধিকারিকরা জানিয়েছেন, বর্ষায় পাহাড়ে পর্যটক কমে আসে। এছাড়াও আবহাওয়ার কারণেও ঝুঁকি পূর্ণ পরিস্থিতির তৈরি হয়। সব দিক খতিয়ে দেখেই এক মাসের জন্য টয় ট্রেন বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনার কাঁটা পেরিয়ে স্বভানিক ছন্দে ফিরেছিল পাহাড়। তারপর থেকে ধীরে ধীরে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। যার জেরে সম্প্রতি আয়ের দিক থেকে সর্বকালের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছিল টয় ট্রেনের রোজগার। টয় ট্রেনকে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করে তুলতে জয় রাইড সহ নানান পদক্ষেপ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।
Comments are closed.