শূন্য বিয়েবাড়ি! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। বিয়ের দুদিন পরেই মৃত্যু হয় বাঘাযতীন এলাকার এক যুবকের। মৃত যুবকের নাম নীলাদ্রি চক্রবর্তী।
প্রসঙ্গত, বাঘাযতীন এলাকার ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রাক্তন প্রেসিডেন্ট নিশীথ চক্রবর্তীর ছেলে নীলাদ্রি চক্রবর্তীর আজ, শনিবার ভোরের দিকে হঠাৎই শরীর খারাপ হয়। এরপর দ্রুত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেস হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই নীলাদ্রিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ে নিয়ে নাকি মত ছিল না নীলাদ্রির। অন্যদিকে নিজেই মেয়ে পছন্দ করে বিয়ের পিঁড়িতে বসেন নীলাদ্রি। কিন্তু রাতারাতি কি এমন হল তা ঠাহর করতে পারছেন না কেউই।
পুলিশের মতে এটি প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনা বলে মনে হলেও অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে নীলাদ্রি চক্রবর্তীর। অন্যদিকে বাড়িতে রয়েছে আত্মীয় স্বজন, সাজানো রয়েছে প্যান্ডেল, কেবল নেই নীলাদ্রি।
Comments are closed.