রবিবার প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল। মালদা ডিভিশনের ফারাক্কা স্টেশনের কাছে লাইন সম্প্রসারণের জন্য ট্রাফিক ও পাওয়ার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইকারণে রবিবার অর্থাৎ ১২ মার্চ সকাল ১০.১৫ থেকে বিকেল ৫.৪৫ পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার বন্ধ থাকবে। তাই ওই সময় কিছু ট্রেন বন্ধ থাকার পাশাপাশি বেশকিছু ট্রেন দেরিতে চলবে।
১৩১৭৩ শিয়ালদহ-শিলচর এক্সপ্রেস রবিবার ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।
রবিবার ১২৩৬৪ হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস সাড়ে চার ঘণ্টা দেরিতে ছাড়বে।
০৩৭৬৮ মালদা টাউন-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছাড়বে।
১৩০৫৩ হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস ১ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে।
১৩৪৩২ মালদা টাউন-নবদ্বীপ ধাম এক্সপ্রেস ৫০ মিনিট দেরিতে ছাড়বে।
অন্যদিকে ১১ মার্চ অর্থাৎ শনিবার ১৫৬৪৩ পুরী-কামাক্ষ্যা এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।
১৩১৭৪ আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলবে।
Comments are closed.