বুধবার সকালে শিয়ালদহ-ক্যানিং শাখার ট্রেন চলাচল ব্যাহত। চম্পাহাটি স্টেশনের রেলগেটের ওপর খারাপ হয়ে যায় একটি মালবোঝাই লরি। সেইকারণে শিয়ালদহ –ক্যানিং লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় জমতে শুরু করে।
রেলকর্মীরা ঘটনাস্থলে এসে কয়েকঘণ্টা ধরে বিকল লরিটি সরিয়ে ফেলার চেষ্টা করে। অবশেষে রেলকর্মীদের চেষ্টায় লরিটি সরিয়ে ফেলার পর স্বাভাবিকভাবে শুরু হয় ট্রেন চলাচল। সকালে দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়ে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক যাত্রী জানিয়েছেন, এই শাখায় ট্রেন চলাচল বেশ কয়েকদিন ধরে গন্ডোগোল করছে। প্রায়সই ট্রেন লেট থাকছে। ফলে গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
এই বিষয়ে এক যাত্রী জানান, অফিস টাইমে ট্রেন চলাচলে গন্ডোগোল হলে খুব সমস্যা হয়। গত সপ্তাহেও চম্পাহাটি স্টেশনে একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। ক্যানিং থেকে শিয়ালদহগামী একের পর এক ট্রেন বাতিল হয়ে যায়। এরপর বুধবার রেলগেটের ওপর মালবোঝাই লরি আটকে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পর যাত্রীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন।
Comments are closed.