স্কুল পড়ুয়াদের সুরক্ষায় পুলকার এবং স্কুল বাসের জন্য বিশেষ ব্যবস্থা পরিবহণ দফতরের, অ্যাপে মিলবে সব তথ্য
স্কুল পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে অভিনব উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর। বিশেষ করে শহরাঞ্চলে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য অভিভাবকদের বড় অংশ ছেলে-মেয়েকে বাস অথবা পুলকারের চালকদের হাতে ছেড়ে দেন। এই যাত্রাপথে বাড়তি সুরক্ষা বলয় তৈরি করার লক্ষ্যে নির্দিষ্ট নির্দেশিকা জারি করল পরিবহণ দফতর। এর প্রধান উদ্দেশ্য স্কুলবাস কিংবা পুলকারের উপর সরকারি নজরদারি, যাতে স্কুল পড়ুয়াদের সুরক্ষা বজায় থাকে।
রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সম্প্রতি এই নির্দেশিকা জারি করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রীর ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ স্লোগানকে সামনে রেখেই গোটা পরিকল্পনা রূপায়িত হয়েছে। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষা দফতর, পুলিস, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক সমিতি ও পুলকার সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। সব পক্ষের মতামত নিয়েই গোটা ব্যবস্থা পরিচালনার সুবিধায় এই নির্দেশিকা প্রকাশ।
মন্ত্রীর পরামর্শ, বাড়তি সচেতন হতে হবে অভিভাবকদেরও। স্কুলবাস কিংবা পুলকারের নম্বর, গাড়ির স্বাস্থ্য, চালকের বিস্তারিত তথ্য সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। অভিভাবকদের উদ্দেশে মন্ত্রীর বার্তা, সবাই যেন মোবাইলে পরিবহণ দফতরের অ্যাপ রাখেন। সেখানে বাচ্চার পুলকারের নম্বর দিলেই সংশ্লিষ্ট গাড়ির যাবতীয় তথ্য চলে আসবে। বিধি মেনে সমস্ত সরকারি কাগজপত্র না-থাকলে দ্রুত পুলিসকে জানানো যাবে।
Comments are closed.