বাস টার্মিনাস সরছে ধর্মতলা থেকে, বিকল্প ব্যবস্থা খুঁজতে জরুরি বৈঠক বসছে পরিবহন দফতর 

হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল। ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরাতে এবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে পরিবহন দফতর। সোমবার এই বৈঠক হওয়ার কথা। প্রশাসনিক সূত্রে খবর, মূলত বেসরকারি বাস পরিবহনের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে। বাস সংগঠনগুলোর দাবি, হাইকোর্টের নির্দেশ মানতেই হবে। কিন্তু ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরলে যাত্রী পরিষেবা বিঘ্নত হতে পারে। সেই বিষয়টি যাতে পরিবহন দফতর গুরুত্ব দিয়ে বিচার করে তার আর্জি জানিয়েছে বাস মালিকদের একাংশ।

পরিবহন দফতরের কয়েকজন আধিকারিকের কথায়, হাইকোর্টের নির্দেশ মেনে ধর্মতলা চত্বর থেকে বাস টার্মিনাস সরিয়ে নেওয়া হবে। তবে যাতে যাত্রী ওঠানামার ব্যবস্থা রাখা হয়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধর্মতলার বাস টার্মিনাসের বিকল্প কী হতে পারে, ইতিমধ্যেই তা খুঁজতে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভে করিয়েছে পরিবহন দফটর। জুলাই মাসেও এ নিয়ে একটি বৈঠক হয়েছে নবান্নে। সেই  বৈঠকে কলকাতা পুলিশ, নগরোন্নয়ন দফতর, কলকাতার পুর কমিশনার, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিদ্যুৎ দফতর, পূর্ত দফতর, সেনা, কলকাতা মেট্রো,  কলকাতা মেট্রো রেল কর্পোরেশন এবং সমীক্ষা সংস্থা  শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। সব সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয় নবান্নের বৈঠকে।

Comments are closed.