সরকারি বাস পরিষেবার উন্নতিতে পদক্ষেপ করল পরিবহণ দপ্তর। বাস পরিষেবা নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে সরাসরি মন্ত্রীকে উদ্দেশ্য করে রাস্তায় পর্যাপ্ত বাসের দেখা মেলে না বলে অভিযোগ করেছেন তিনি।
পরিবহণ দপ্তর সূত্রে খবর, সরকারি বাসের ট্রিপের সংখ্যা বাড়ানোর হয়েছে। শহরের দূষণের মাত্রা নাগালে রাখতে পরিবেশবান্ধব কয়েকশো নতুন বাসের অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু কোর্ট কেসের গেরোয় তা দীর্ঘ দিন ঝুলে রয়েছে। স্বভাবতই গোটা রাজ্যজুড়ে পুরনো কিংবা অচল সরকারি বাস বসিয়ে নতুন সেই ইলেকট্রিক বাস রাস্তায় নামানোর পরিকল্পনা ছিল। আইনি জটে তা আকটে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকল্প হিসেবে কয়েকশো বাস মেরামত করে রাস্তায় নামানো হয়েছিল।
দুর্গাপুজো কিংবা পরবর্তী উৎসবের মরশুমে রাস্তায় যাত্রী পরিষেবা মসৃণ হয়েছিল। এক্ষেত্রে বাড়তি ট্রিপ করার মতো পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে বলে দপ্তর সূত্রে খবর। পরিবহণ দপ্তরের তরফে ইতিমধ্যেই অস্থায়ী কর্মী নিয়োগের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। মুখ্যমন্ত্রী চান সাধারণ মানুষের বাস পরিষেবা আরও উন্নত হোক। রাস্তায় আরও বেশি সংখ্যক সরকারি বাস নামুক। পাশাপাশি চালক-কন্ডাক্টর পদে কয়েকশো কর্মী নিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, যাত্রীদের চাহিদা মতো বাস এই মুহূর্তে নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে অগ্রাধিকারের ভিত্তিতে বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
Comments are closed.