সিবিআই ও ইডির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর সত্যেন্দ্র সিংহ এবং ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রথীন বিশ্বাসের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
নারদকাণ্ডে বিধানসভার অধ্যক্ষের অনুমতি না নিয়েই বিধানসভার সদস্য ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি ও মদন মিত্রের বিরুদ্ধে সিবিআই-ইডি চার্জশিট দেয়। নিয়ম অনুযায়ী অধ্যক্ষ বিমান ব্যানার্জির অনুমতি না নিয়ে চার্জশিট দেওয়ায় দুই কেন্দ্রীয় সংস্থাকে বিমান ব্যানার্জি চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু হাজিরা দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের রায় তাদের বিরুদ্ধে যাওয়ায় বিধানসভায় হাজিরা দিয়েছিল। এরপরেই স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনলেন তাপস রায়।
Comments are closed.