৪-০ ফলাফলে জয়ী হবে তৃণমুল। এই কথা শোনা গেল বিজেপি নেতা জয় ব্যানার্জির মুখে। এর আগেও ভবানীপুর নিয়ে তিনি বলেছিলেন, এই কেন্দ্রে ৫০ হাজারের বেশি ভোটে জিতবেন মমতা ব্যানার্জি। কারণ হিসেবে তিনি দেখিয়েছিলেন অবাঙ্গালি প্রার্থী দিয়েছে বিজেপি। ফলাফল ঘোষণার পর দেখা যায়, মমতা ব্যানার্জি জয়ী হয়েছেন ৫৮ হাজারের বেশি ভোটে।
এবার বাকি ৪ কেন্দ্রের উপনির্বাচনের আগেও বিজেপি নেতা বিষ্ফোরক দাবি করেন। বলেন, অতীত দেখে রাজ্যের বিজেপি নেতারা শিক্ষা না নিলে এই রাজ্যে গেরুয়া শিবিরকে আরও পস্তাতে হবে। দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের সামনে বিজেপি কর্মীদের ঝামেলার প্রসঙ্গে তিনি বলেন, নীচুতলার কর্মীদের মনে ক্ষোভ আর আবেগকে গুরুত্ব না দিলে তার খেসারত দিতে হবে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার আসন দিনহাটা, শান্তিপুর, খড়দহ, গোসাবায় উপনির্বাচন।
এদিন জয় ব্যানার্জি আরও বলেন, বিজেপিতে কিছু রাজ্য নেতা লোভী হয়ে গিয়েছেন। তাঁরাই রাজ্য সরকারের হয়ে কাজ করছেন।
Comments are closed.