ত্রিপুরা , মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট নিয়ে সাংবাদিক বৈঠক করল নির্বাচন কমিশন। বুধবার মুখ্যনির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ত্রিপুরায় ভোট হবে ১৬ ফেব্রুয়ারি। নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। ৩ রাজ্যেই ভোট গণনা ২ মার্চ। এই ৩ রাজ্যেই ৬০ টি করে আসন রয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য নোটিফিকেশন দেওয়া হবে ২১ জানুয়ারি। মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচনের জন্য নোটিফিকেশন দেওয়া হবে ৩১ জানুয়ারি। ত্রিপুরায় মনোনয়ন জমা করার শেষ দিন ৩০ জানুয়ারি। মনোনয়ন তোলা যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য মনোনয়ন জমা করার শেষ দিন ৭ ফেব্রুয়ারি। মনোনয়ন তোলা যাবে ১০ ফেব্রুয়ারি।
২০১৮ সালের বিধানসভা ভোটে ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসন শেষ হয়েছিল। ক্ষমতায় এসেছিল বিজেপি। রাজ্যের ৬০টি আসনের মধ্যে বিজেপি ৩৬ এবং আইপিএফটি ৮টিতে জেতে। সিপিএম পেয়েছিল ১৬টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ে বিজেপি। এবার ভোটের লড়াইয়ে রয়েছে তৃণমূলও।
Comments are closed.