ট্যুইটার কেনার পর একের পর এক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে এলন মাস্কের সংস্থা। মালিকানা গ্রহণের পরই জানা গিয়েছিল, গণ ছাঁটাইয়ের পথে হাঁটবেন মাস্ক। কার্যক্ষেত্রেও দেখা গিয়েছিল তাই। কিন্তু এবার ট্যুইটারের নতুন সিদ্ধান্ত নিয়ে ফের নেটপাড়া সরগরম। ছাঁটাই হওয়া অনেক কর্মীকেই ফের কাজে যোগ দিতে বলেছে ট্যুইটার। প্রায় এক ডজন কর্মীকে ফের কাজে যোগ দিতে বলে রবিবারই নাকি ইমেল পাঠানো হয়েছে ট্যুইটারের তরফে।
শুক্রবারই ইমেল করে একসঙ্গে প্রায় ৩৭০০ কর্মীকে বরখাস্ত করে ট্যুইটার। তার মধ্যে অনেককে আবার কিছু না জনিয়েই ছেঁটে ফেলা হয়েছে বলে অভিযোগ। এর মধ্যেই ছেঁটে ফেলা কর্মীদের কয়েকজনের কাছে পুনরায় ট্যুইটারে কাজে যোগ দেওয়ার অনুরোধ গিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, যে সমস্ত কর্মীদের পুনরায় কাজে যোগ দিতে বলা হয়েছে তাঁদের অনেকেই অভিজ্ঞ। দীর্ঘ দিন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁদের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ভবিষৎ-এই কর্মীরা ট্যুইটারকে ঢেলে সাজাতে সাহায্য করবে বলে সংস্থার দাবি।
যদিও ট্যুইটারের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে নেট পাড়ায় ফের হৈচৈ শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, কতজন ফের ট্যুইটার ফিরে এসেছে? যারা এসেছে তাদের কি বেতনও আগের থেকে বেড়েছে? যদিও এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
Comments are closed.