জিয়াগঞ্জবাসীর জন্য নতুন ‘উপহার’ অরিজিৎ সিংহের; তৈরি হচ্ছে বিশ্বমানের ক্রিকেট প্রশিক্ষণ শিবির 

দেশের অন্যতম সেরা গায়ক তিনি। তাঁর গানে কাশ্মীর থেকে কন্যাকুমারী এক সাথে উদ্বেল হয়ে ওঠে। দেশ তো বটেই বিশ্বের মাটিতেও তিনি তারকা। অথচ ব্যক্তি জীবনে সেই অরিজিৎ সিংহ যেন মাটির মানুষ। আকাশ ছোঁয়া খ্যাতি প্রতিপত্তিকে সযত্নে নিজের যাপন থেকে দূরে সরিয়ে রাখেন।  থাকার কথা মায়ানগরী মুম্বাইতে। কিন্তু বছরের বেশিরভাগ সময়টাই কাটান নিজের জন্মভূমি জিয়াগঞ্জ-এ। এর আগেও জিয়াগঞ্জ বাসীর জন্য একধিক উদ্যোগ নিয়েছেন গায়ক। সেই তালিকায় যোগ হল বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম। 

অরিজিৎ সিংহের উদ্যোগে জিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির স্কুল মাঠে তৈরি হচ্ছে একটি বিশ্বমানের ক্রিকেট মাঠ এবং প্রশিক্ষণ শিবির। জানা গিয়েছে পিচ এবং মাঠ তৈরির কাজ একেবারে শেষের পর্যায়ে। ইতিমধ্যেই খোদ গায়ক ভূমিপুজো করেছেন। জানা গিয়েছে, সব ঠিক থাকলে ২ মাসের মধ্যেই জিয়াগঞ্জের খুদেদের জন্য ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়ে যাবে। মাঠ এবং পিচ তৈরির কাজ করছেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এবং ফিফার প্রশিক্ষিত রাজ্যের কিউরেটর শঙ্কর ধর। পুরো কাজটাই সিএবির নির্দেশ মেনে সুজন মুখার্জির তত্ত্বাবধানে সম্পূর্ণ হবে।  

উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের জন্য কয়েক লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম কিনে দিয়েছেন। এছাড়াও দুস্থ পুড়ুয়াদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সেন্টার শুরু করেছেন। জিয়াগঞ্জ-এ মেডিক্যাল কলেজ তৈরি করতে চান বলে মুখ্যমন্ত্রীর কাছে নিজের ইচ্ছের কথাও জানিয়েছেন অরিজিৎ সিংহ। 

Comments are closed.