সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার ২। বৃহস্পতিবার রাতে দুই ছাত্রকে গ্রেফতার করে সিআইডি। ধৃত অর্ঘ্য ও আকাশ মণ্ডল নামে এই দুই তরুণের মধ্যে অর্ঘ্যর বাড়ি সোনারপুরের নতুনপল্লিতে। একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সে। আকাশের বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। সেও ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। সিআইডির দাবি, ধৃতরা বিজেপি-আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গে যুক্ত।
সিআইডি সূত্রের খবর, জেরায় ধৃত দু’জন জানিয়েছে, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ছড়িয়ে দিতে বিজেপি নেতাদের নির্দেশ ছিল। ভুয়ো পোস্ট ছড়ানোর জন্য তাঁদের একটি গ্রুপ আছে বলেও সিআইডিকে জানিয়েছে ধৃতরা। এই গ্রুপের মূল কাজ, ভুয়ো পোস্ট করে উত্তেজনা তৈরি করা। কোন কোন নেতার পরামর্শে ফেক নিউজ ছড়ানোর কারবার চলছে তা জানার চেস্টা করছে সিআইডি।
শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলেন। জানিয়েছিলেন, অশান্তি ছড়ানোর চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নিতে পিছপা হবেন না।
রাজ্যে ভোট পরবর্তী হিংসা ছড়ানোর পিছনে বিজেপি আইটি সেলকে দায়ী করছে তৃণমূল। আবার বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির অভিযোগ, তৃণমূলের আইটি সেল উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপিকে কালিমালিপ্ত করছে। রাজ্যপালের কাছেও একই অভিযোগ জানিয়েছেন বিজেপি সাংসদ।
সবমিলিয়ে ভুয়ো খবর নিয়ে আপাতত উত্তাপ বাড়ছে বাংলায়।
Comments are closed.