এক হতে চলেছে দুই অ্যাপ ক্যাব সংস্থা ওলা আর উবের। এই খবর শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। কিন্তু ওলা সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, এইসব ভুল কথা। তিনি জানিয়েছেন, আমাদের সংস্থা বেশ লাভজনক। যদি অন্য কোনও অ্যাপ ক্যাব সংস্থা তাঁদের ব্যবসা গোটাতে চায়, তবে তাই করুক। কিন্তু আমরা কোনওদিনই এক হব না। বিশ্বের সবচেয়ে লাভজনক রাইডিং সংস্থা ওলা।
সম্প্রতি আমেরিকার সানফ্রানসিস্কোয় উবেরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন ওলার সিইওভাবিশ আগরওয়াল। ওই বৈঠকেই দুই সংস্থা গাঁটছড়া বাঁধার বিষয়ে সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছিল। এই দাবি একদিকে যেমন খারিজ করে দিয়েছেন ওলার সিইও ভাবিশ আগরওয়াল। ঠিক তেমনি উবেরের পক্ষ থেকে বলা হয়েছে, এই খবরটি ভুল। ওলার সঙ্গে এক হয়ে কাজ করবে না উবের। উল্লেখ্য, ভারতের বাজারে ওলা আর উবের দুই সংস্থার মধ্যে প্রতিযোগিতা চলে। বাজার ধরতে গাড়িচালকদের সুযোগ, সুবিধা এবং যাত্রীদের ছাড় দিতে দুই সংস্থাই কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। এরমধ্যে ভারত থেকে ব্যবসা গোটানোর ব্যাপারে ভাবনাচিন্তা করছে উবের বলে শোনা যায়। যদিও ওই সংস্থা সেই দাবি খারিজ করে দিয়েছে।
Comments are closed.