অধঃপতন হলো মিঠাইয়ের। বদলে গেল স্লট । বাদ পড়তে চলেছে দুটি চরিত্র। কি ঘটতে চলেছে ভবিষ্যতে মিঠাই ধারাবাহিকে?
ক্রমাগত জমে উঠছে বাংলা ধারাবাহিকের টিআরপি দৌড় । যে আগে ছিল টপার, সে হয়তো নেমে গেল তলানিতে আবার যে হয়তো আগে ছিল তলানিতে সেই আবার উঠে এলো একেবারে প্রথম পাঁচে। টিআরপি তালিকায় ধারাবাহিকের ওঠানামা ঠিক যতটাই অকল্পনীয় ঠিক ততটাই গুরুগম্ভীর হল এই উঠানামার ফলাফল।
গত কয়েক সপ্তাহ ধরে ধরে টিআরপি ফলাফল ভালো নয় মিঠাই ধারাবাহিকের। এমনকি গত সপ্তাহে প্রথম পাঁচ থেকেও বাদ পড়েছে মিঠাই । ফলে অবধারিতভাবেই বদলে গেল মিঠাইয়ের স্লট।
তবু ভালো, বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক মিঠাই টিআরপিতে ভালো ফল না করায় যে বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়েনি তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মিঠাইয়ের ভক্তরা। তবে স্লট পরিবর্তন হওয়ার সাথে সাথে ধারাবাহিক নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছে যে গল্পে আনবেন কিছু নতুন পরিবর্তন।
জানেন কি আপনাদের প্রিয় ধারাবাহিক মিঠাই তে কি কি পরিবর্তন আসতে চলেছে?
স্লট চেঞ্জ হওয়ায় নতুন মোড় নিতে বাধ্য হয়েছে মিঠাই ধারাবাহিক। সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই ধারাবাহিকে দেখানো হবে বহু বছর অতিক্রম হয়ে গেছে। তার ফলাফল স্বরূপ চরিত্রে তো বদল আসবেই। মিঠাই ধারাবাহিকের অত্যন্ত আকর্ষণীয় এবং খুবই প্রিয় দুটি মিষ্টি চরিত্র হলো দাদু ও ঠাম্মা। এই দুই চরিত্রকেই আগামীতে বাদ পড়তে হবে ধারাবাহিক থেকে। দেখানো হবে বেশ কয়েক বছর অতিক্রান্ত হওয়ার ফলে তারা দুজনেই মৃত।
গত দুই বছর ধরে চলা এই সুদীর্ঘ ধারাবাহিকটি টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছিল ৫৬ বার। যা সত্যিই খুব কঠিন। আর ধারাবাহিকের গল্পটিও শুরুর দিকে এতটাই মন ছুঁয়ে গেছিল দর্শকদের জেতা টিআরপি তালিকায় বহুদিন অনড় হয়ে প্রথম আসনেই ছিল। কিন্তু পরবর্তীতে পিছিয়ে পড়তে থাকে মিঠাই। ফলাফল স্বরূপ দাদুর ঠাম্মাকে বাদ পড়তে হবে ধারাবাহিক থেকে। তাই দুঃখের কালো ছায়া নেমে এসেছে ভক্তদের মনে।
Comments are closed.