করোনাকালে হেভিওয়েটদের গ্রেফতারির প্রতিবাদে বিজেপি ছাড়লেন আরও দুই নেতা

শুক্রবার দাঁতনে বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি রঞ্জিত মল্লিক এবং দাঁতনের বিজেপি কিষাণ মোর্চার সভাপতি বিকাশ দাস তাঁদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন জেলা সভাপতির কাছে

করোনা অতিমারির মধ্যে গ্রেফতার করা হয়েছে চার নেতা মন্ত্রীকে। প্রতিবাদে বিজেপি ছাড়লেন আরও দুই নেতা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এই দুই নেতার বক্তব্য, বিজেপি ধান্দাবাজ দল। ধান্দাবাজি করেই অতিমারি কালে গ্রেফতার করা হয়েছে চার জনকে।

শুক্রবার দাঁতনে বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি রঞ্জিত মল্লিক এবং দাঁতনের বিজেপি কিষাণ মোর্চার সভাপতি বিকাশ দাস তাঁদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন জেলা সভাপতির কাছে।

সোমবারের গ্রেফতারকে ইস্যু করে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি করার অভিযোগ এনে বিজেপি ছেড়েছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তারপর একই অভিযোগ করে কোচবিহারে বিজেপি ছেড়েছেন ভূষণ সিংহ। এবার দীপেন্দু-ভূষণ সিংহের পথ ধরে একের পর এক বিজেপি নেতা দল ছাড়ছেন। বিজেপি যদিও লাগাতার দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি নেতৃত্বের ছোট্ট প্রতিক্রিয়া, ওরা স্রোতের টানে এসেছিলেন, আবার স্রোতের টানে বেরিয়ে যাচ্ছেন।

এই বিষয়ে বিকাশ দাস জানিয়েছেন, করোনা পরিস্থিতির মধ্যে এইভাবে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রঞ্জিত মল্লিকের বক্তব্য, করোনা মোকাবিলায় দুরত্ব বজায় রেখে কাজ করছি। এই সময় গ্রেফতার ঠিক না।

পশ্চিম মেদিনীপুর বিজেপি সভাপতি সৌমেন তিওয়ারি জানিয়েছেন, দলের অবস্থান থেকে একথা বলেছেন না তাঁরা। ভিতরে ভিতরে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে এইসব করছেন বলে দাবি সৌমেনের।

Comments are closed.