রাজ্যের ১২ ঘন্টার বনধ সফল করতে গিয়ে গ্রেফতার হলেন দুই বিজেপি বিধায়ক। সোমবার সপ্তাহের শুরুর দিন বনধ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ি শহর। গ্রেফতার হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।
তাঁদের নেতৃত্বে শহরের হিলকার্ট রোড থেকে মিছিল শুরু করেন বিজেপি কর্মীসমর্থকেরা। এরপর হাসমি চক এলাকায় পথ অবরোধ করেন। পুলিশ বিজেপি কর্মীদের তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। রাস্তায় বসে পড়েন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন ও শঙ্কর ঘোষ। এরপরই দুই বিধায়ককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় শিলিগুড়ি থানার পুলিশ।
এদিন বালুরঘাট বনধ সফল করতে রাস্তায় বের হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে শুরু হয় পুলিশের বচসা, ধস্তাস্বস্তি। উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বনধ সফল করতে রাস্তায় নামেন বিজেপি কর্মী সমর্থকরা।
রবিবার ১০৮টি পুরসভার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর পাওয়া যায়। ছাপ্পা ভোট, রিগিং, বিরোধী দলের এজেন্টকে বুথে বসতে না দেওয়া সহ তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ আনে বিজেপি। তার প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।
Comments are closed.