জ্বালানির মূল্যবৃদ্ধির জের, এবার ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবে 

বিজেপি ৪ রাজ্যে ভোটে জেতার পর সেই যে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে, তা কমা তো দুরহস্ত, থামারও কোনও লক্ষণ নেই। যার ফলে কার্যত নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। আর এবার অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ানোর ঘোষণা করল দৈনিক অ্যাপ ক্যাব সংস্থা উবর। শনিবার সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকেই নতুন ভাড়া কার্যকর হতে চলেছে। 

উবরের পক্ষ থেকে বলা হয়েছে, কিলোমিটার পিছু ভাড়া বাড়িয়ের ১৪ টাকা করা হয়েছে। যেখানে আগে প্যাসেঞ্জারকে কিলোমিটার পিছু ১১ টাকা ৬০ পয়সা গুনতে হত। ক্যাবের এই ভাড়া বাড়ার জেরে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছে ব্যবহারকারীরা। ১০ কিমি রাস্তা যেতে আগে যেখানে সওয়ারীকে ১১৬ টাকা দিতে হতো নতুন ভাড়ার তালিকায় তা বেড়ে দাঁড়াল ১৪০ টাকায়। 

সেই সঙ্গে বেশ অনেকদিন ধরেই ক্যাবগুলির বিরুদ্ধে নানান অভিযোগ করছিলেন অনেক যাত্রীই। বিশেষ করে এই কাঠ ফাটা গরমেও শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি হলেও সিংহভাগ ক্যাব চালক এসি চালাতেন না অথবা এসির জন্য বাড়তি চার্জ নিতেন। এবার সেই অভিযোগ নিষ্পত্তিতেও পদক্ষেপ নিয়েছে সংস্থা। প্রতিটি ক্যাবে এসি বাধ্যতামূলক করা হয়েছে। সব মিলিয়ে মূল্য বৃদ্ধির বাজারে নতুন সংযোজন ক্যাবের ভাড়া বৃদ্ধি। 

 

Comments are closed.