একতাই আমাদের মূল মন্ত্র; G-20 সম্মেলনের সূচনা বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর 

সোমবার জি-২০ সম্মেলনের প্রথম বৈঠক শুরু হয়ে গেল কলকাতায়। আর এদিন বৈঠকের উদ্বোধনী বক্তব্যে ফের একবার একতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, একতাই আমাদের মূল মন্ত্র। রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের উন্নয়নে কাজ করতে হবে। সেই সঙ্গে তাঁর সংযোজন, আপনাদের দেশ আমাদের দেশ বলে বিভেদ করিনা। গোটা বিশ্বই আমার মাতৃভূমি। আপনার যখন এখানে অতিথি হয়ে এসেছেন তখন এই বাংলাও আপনার। 

জানা গিয়েছে, সূচনা বৈঠক চলবে তিন দিন। সোম মঙ্গল এবং বুধ। বৈঠকের মূল বিষয় ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম। এদিনের বক্তব্যে মুখ্যমন্ত্রীও রাজ্যের আর্থিক অবস্থা তুলে ধরেন। তাঁর কথায়, করোনাকালেও রাজ্যের অর্থনৈতিক স্বচ্ছলতা বজায় ছিল। বলেন, রাজ্যের জিডিপি ও কর্মসংস্থান বেড়েছে। বলেন, ক্ষুদ্র শিল্পেও দেশের মধ্যে প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ। পাশাপাশি দুয়ারে সরকার থেকে শুরু করে কন্ন্যাশ্রী সহ রাজ্যের প্রকল্পগুলির কথাও এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। 

 

Comments are closed.