আগামী লোকসভা নির্বাচনে আগে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কার বার্তা দিল আমেরিকার গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ড্যান কোটস সে দেশের পার্লামেন্টে জানান, যদি নরেন্দ্র মোদীর সরকার ধর্মীয় জিগির তোলা হিন্দু সংগঠনগুলিকে আটকাতে সচেষ্ট না হয়, তাহলে লোকসভা নির্বাচনের আগে বড় রকমের সাম্প্রদায়িক দাঙ্গা বাধার আশঙ্কা রয়েছে।
মার্কিন সেনেট সিলেক্ট কমিটিকে ড্যান কোটস জানিয়েছেন, মোদী সরকারের জমানায় ধর্মীয় ইস্যু মাথাচাড়া দিয়েছে, যার প্রভাব পড়তে পারে লোকসভা নির্বাচনের ঠিক আগে। বিশেষত, যে রাজ্যগুলিতে বিজেপির প্রভাব বেশি সেখানে জোরালো হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা। অন্যদিকে, বিভিন্ন রাজ্যের অতি ডানপন্থী সংগঠনগুলির বিভিন্ন ইস্যুতে হিন্দুত্ববাদী আন্দোলন, দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে অনুঘটকের কাজ করবে বলে ড্যান কোটস তাঁর রিপোর্টে জানিয়েছেন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই অযোধ্যার রাম মন্দির তৈরি করার জন্য বিজেপি সরকারের ওপর চাপ বাড়াছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলি। পাশাপাশি, সম্প্রতি উত্তর প্রদেশে গো-হত্যার সন্দেহে পুলিশ অফিসারের খুনসহ একাধিক ইস্যুতে লোকসভা নির্বাচনের আগে দাঙ্গার পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করছে বিরোধী দলগুলি।
শুধু ভারত নয়, ড্যান কোটস তাঁর রিপোর্টে জানিয়েছেন, জুলাই মাসে আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনের সময় বড় ধরণের নাশকতার ছক কষছে তালিবানি সংগঠনগুলি। এর বিরূপ প্রভাব কেবল আফগানিস্তান নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পড়বে। অন্যদিকে, পাকিস্তান সরকারের জঙ্গি সংগঠনগুলির প্রতি উদাসীনতার ফলে, আগামী সময়ে ভারতসহ বিভিন্ন দেশেই জঙ্গি হানার আশঙ্কা জোরালো হচ্ছে।
ড্যান কোটস পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বিভিন্ন জঙ্গি সংগঠনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তারা।
Comments are closed.