উসকো খুসকো চুল, খোঁচা খোঁচা দাঁড়ি! ক্লিন সেভ থেকে বেরিয়ে এসে এবার নতুন লুকে ধরা দিলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী, কি হয়েছে বাঙালির দাদার?
বাংলার মহারাজ বলা হয় তাকে। সারা বাংলার মানুষ তাকে নিয়ে গর্ব করে। শুধুমাত্র বাংলায় নয় সারা দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। হ্যাঁ কথা বলা হচ্ছে আমাদের সকলের প্রিয় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে নিয়ে। বরাবরই আমরা সৌরভ গাঙ্গুলীকে টিপটপ ক্লিন সেভ লুকে দেখে এসেছি। তবে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যা দেখে প্রত্যেকেই একটু অবাক হয়েছেন। সৌরভ গাঙ্গুলিকে বর্তমানে ক্লিন সেভের বদলে দাড়িওয়ালা লুকেই দেখা গিয়েছে।
সামনেই আসে বাঙালি প্রিয় উৎসব দুর্গোৎসব। এর মধ্যে কি নিজেকে নতুন লুকে সাজিয়ে তুললেন মহারাজ? তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কি এবারে ক্লিন সেভের পুরনো লুক ছেড়ে দাড়িওয়ালা লুকের ট্রেন্ডে গা ভাসালেন তিনি? হঠাৎ করে সৌরভ গাঙ্গুলীকে এই লুকে দেখে একটু ঘাবড়ে গিয়েছিলেন অনেকে। বুঝতে পারছিলেন না হঠাৎ কেন ক্লিন সেভ ছেড়ে দাঁড়ি রাখলেন তিনি। তবে এবারে ব্যাপারটা পরিষ্কার হলো। জানা গেল কেন সৌরভ গাঙ্গুলী কেন দাঁড়ি রাখছিলেন।
একটি বিজ্ঞাপনে কাজ করার জন্যই এমন লুকে সেজে উঠেছেন সৌরভ গাঙ্গুলী। আগামী দিনে তার একটি বিজ্ঞাপন আসতে চলেছে যেখানে তার এই লুকটি ফুটিয়ে তোলা হবে। তবে দাদার এই নতুন লুক কিন্তু অনেকেই পছন্দ করেছেন। এমনকি সৌরভ গাঙ্গুলী স্বয়ং নিজের এই লুক পছন্দ করেছেন। এবারের দর্শকের সামনে নিজের এই নতুন লুকে ধরা দেবেন সৌরভ।
Comments are closed.