এবার জলেও পাওয়া যাবে ভ্যাকসিন। নৌকার মধ্যে থাকবে ভ্যাকসিন। সাধারণ মানুষকে নৌকার মধ্যেই দেওয়া হবে ভ্যাকসিন। এই পরিষেবা চালু হল সুন্দরবনে। সুন্দরবনের গোসাবা ব্লকের ৯টি দ্বীপ জলপথের ওপর নির্ভরশীল। তাই এখানে চালু হয়েছে ভ্যাকসিন নৌকা পরিষেবা।
সোমবার রাজ্য সরকার ও কেয়ার ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ ভ্যাকসিন নৌকার সূচনা হয়। এই পরিষেবার উদ্বোধন করেন গোসাবা ব্লকের বিএমওএইচ ইন্দ্রনীল বর্গি, গোসাবার জয়েন্ট বিডিও মইদুল ইসলাম। ছিলেন কেয়ার ইন্ডিয়ার প্রতিনিধি বাসব রুজ প্রমুখ।
ভ্যাকসিনের পাশাপাশি ক্লিনিকের পরিষেবা থাকছে এই ভ্যাকসিন নৌকায়।
এই বিষয়ে গোসাবা ব্লকের বিএমওএইচ ইন্দ্রনীল বর্গি বলেন, এই ব্লকে প্রায় ৯০ শতাংশ মানুষের ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে। কিন্তু এই ব্লকের ৯টি দ্বীপ জলপথের উপর নির্ভরশীল। তাই চালু করা হল ভ্যাকসিন নৌকা পরিষেবা।
Comments are closed.