সবজি অগ্নিমূল্য, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর অল্প হলেও কমছে দাম, বাজারে হানা আধিকারিকদের

নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর পাইকারি বাজারে সবজির দাম অল্প হলেও কমতে শুরু করেছে। রাজ্য সরকারি টাস্ক ফোর্সের সদস্যদের বক্তব্য, আলু সহ সবজির দাম পাইকারি বাজারে কিছুটা কমেছে। খুচরো বাজারে এই দাম কমতে পড়তে কয়েকদিন লাগতে পারে।

টাস্ক ফোর্স ও পুলিসের এনফোর্সমেন্ট শাখার আধিকারিকরা বুধবার এবং বৃহস্পতিবার শহরের বিভিন্ন বাজার হানা দিয়ে দামের খোঁজখবর নেন। এই প্রক্রিয়া নিয়মিত চলবে। টাস্ক ফোর্সের সদস্যরা বলছেন, কম হলেও বৃষ্টি কিছুটা হচ্ছে। ফলে জলের অভাবে সবজি চাষ যেমন মার খাচ্ছিল সেরকম পরিস্থিতি আর নেই। বাজারে সবজির জোগান কিছুটা বেড়েছে। কয়েকদিনের মধ্যে জোগান আরও বাড়বে। এর ফলে দামও কমবে।

মঙ্গলবার নবান্নের বৈঠকে মুনাফাবাজি, মজুতদারি করে সবজির দাম বৃদ্ধির ব্যাপারে তীব্র হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন খুচরো বাজারে দামের মধ্যে পার্থক্য হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলেছিলেন।

Comments are closed.