অস্কার দৌড়ে জায়গা করে নিল ভারতীয় ছবি “নটখট”

বেশ কিছুদিন আগে বিদ্যা বালান তার টুইটার হান্ডেলে “নটখট” এর সুখবর দেন।

২০২১ সালের অস্কার মনোনয়নে ‘বেস্ট শর্ট ফিল্ম’ বিভাগে জায়গা করে নিল পরিচালক শান ব্যাস পরিচালিত বিদ্যা বালাম অভিনীত “নটখট” ছবিটি। স্বল্প দৈর্ঘ্যের এই ছবিটির মূল কাহিনী লিঙ্গ বৈষম্যতা। ছবিতে বিদ্যা বালামের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শিশুশিল্পী সানিকা প্যাটেল।

বেশ কিছুদিন আগে বিদ্যা বালান তার টুইটার হান্ডেলে “নটখট” এর সুখবর দেন। নিজের ছবি অস্কারে অংশ নিচ্ছে, স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত বিদ্যা। সেই উচ্ছ্বস থেকে টুইট করলেন, “So so so Thrilled that our film #NATKHAT is in the RACE FOR THE #OSCARS2021 after a 2020 filled with prestigious international film festivals @mesopystic @RonnieScrewvala @RSVPMovies @SanayaIZohrabi @FontOfThinking”

 

অস্কার মনোনীত ছবি ‘নটখট’- এ বিদ্যা বালানকে দেখা গেছে এক্কেবারে ঘরোয়া রমণীর রূপে। আটপৌরে শাড়ি, মাথায় ঘোমটা, গলায়ে মঙ্গলসূত্র, একেবারে নতুন লুকে রুপোলি পর্দায় উঠে এসেছেন অভিনেত্রী। ‘নটখট’ ছবির পরিচালক শান ব্যাস এর আগে মাসান, জুবানের মতো ছবির প্রযোজক ছিলেন।

Comments are closed.