ভ্রমণ প্রিয় বাঙালির জন্য সুখবর। পাহাড় যাত্রা এবার আরও রোমাঞ্চকর হয়ে উঠতে পারে। রেলের ঘোষণায় তেমনটাই ইঙ্গিত। কারণ, হাওড়া এনজিপি শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে এবার যোগ করা হচ্ছে অত্যাধুনিক ভিস্তা ডোম কোচ।
এই বিশেষ ধরণের কোচগুলো এর আগেও বহু এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যোগ করা হয়েছে। এই ধরণের কোচে বসে যাত্রীরা ট্রেনের বাইরের অনেকটাই দেখতে পান। পাশাপাশি ট্রেন যাত্রাও আরও আরামদায়ক হয়। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া-নিউ জলপাইগুরি শতাব্দী এক্সপ্রেসে ভিস্তা ডোম কোচ জুড়ে দেওয়া হবে। যদিও অস্থায়ী ভিত্তিতে এই কোচ চালু করা হবে বলে জানা গিয়েছে।
রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ জুলাই থেকে ভিস্তা ডোম কোচ পরিষেবা মিলবে। আগামী ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত এই পরিষেবা থাকবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এরপর যাত্রী সংখ্যা বিচার করে পরিষেবা চালিয়ে নিয়ে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর রেল সূত্রে।
Comments are closed.