শুরু দুই উপ নির্বাচনের ভোটগণনা, বালিগঞ্জে এগিয়ে বাবুল, আসানসোলে অগ্নিমিত্রা

বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে শনিবার। ভাগ্য নির্ধারণ হবে বাবুল সুপ্রিয়ো, অগ্নিমিত্রা পল, শত্রুঘ্ন সিনহা এবং কেয়া ঘোষের। জানা গিয়েছে, প্রথম রাউন্ড গণনা শুরু হতেই বালিগঞ্জে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়ো এবং আসানসোলে এগিয়ে আছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

সকালেই বালিগঞ্জে গণনা কেন্দ্রে পৌঁছে যান তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়ো ও বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।

নির্বাচন কমিশন সূত্রের খবর, ১৯ রাউন্ডের গণনা শেষ হয়ে যেতে পারে। বালিগঞ্জ এবং আসানসোলে গণনা কেন্দ্রের ২০০ মিটার বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভিতরে ও বাইরে নিরাপত্তার প্রথম বলয়ে থাকছে রাজ্য পুলিশের কমব্যাট বাহিনী, রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের কর্মীরা, সংবাদমাধ্যমের কর্মীরা, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকছে।

করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গণনা কেন্দ্রের মুখে মাস্ক দিয়ে প্রবেশ করতে হবে।

Comments are closed.