উত্তর ২৪ পরগনায় বিধানসভা আসনের সংখ্যা ৩৩। এরমধ্যে ১৬টি কেন্দ্রে ভোট হয়েছে পঞ্চম দফায়। বাকি ১৭ আসনের ভোট ষষ্ঠ দফায়। কেন্দ্রগুলি হল- বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।
দেখে নেওয়া যাক এই কেন্দ্র গুলিতে ১৬ আর ১৯ লোকসভা ভোটের ফলাফল কী ছিল?
২০১৬ সালে বাগদা বিধানসভা আসনে জয় পান কংগ্রেসের দুলাল বর। ১২,২৩৬ ভোটের ব্যবধানে হারেন তৃণমূলের উপেন বিশ্বাস। ২০১৯ সালের লোকসভায় ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি।
একুশের ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরিতোষ কুমার সাহা। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস আর কংগ্রেসের টিকিটে লড়ছেন প্রবীর কীর্তনিয়া।
বনগাঁ উত্তর কেন্দ্রে ২০১৬ সালে জয়লাভ করেন তৃণমূলের বিশ্বজিত দাস। ২০১৯ লোকসভার পর তিনি বিজেপিতে যোগ দেন। ২০১৯ সালে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে ২৪ হাজার ভোটে।
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শ্যামল রায়। বিজেপির হয়ে লড়াই করছেন অশোক কীর্তনিয়া আর সিপিএম প্রার্থী পীযূষ কান্তি সাহা।
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের সুরজিত বিশ্বাস। ২০১৯ লোকসভায় বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বিজেপির লিড ছিল প্রায় ২৪ হাজার।
এই ভোটে তৃণমূল প্রার্থী আলোরানি সরকার। বিজেপির স্বপন মজুমদার আর সিপিএম প্রার্থী তাপসকুমার বিশ্বাস।
গাইঘাটা বিধানসভায় ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের পুলিনবিহারী রায়। ২০১৯ সালে এই কেন্দ্রে ২৬ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি।
এখানে তৃণমূলের হয়ে লড়ছেন নরোত্তম বিশ্বাস। বিজেপির টিকিটে মাঠে নেমেছেন সুব্রত ঠাকুর আর সিপিএম প্রার্থী করেছে কপিল কৃষ্ণ ঠাকুরকে।
স্বরূপনগর কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের বীণা মণ্ডল। ২০১৯ লোকসভায় প্রায় ২৪ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
একুশের ভোটেও এখানে তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল। বিজেপি প্রার্থী বৃন্দাবন সরকার আর সিপিএম প্রার্থী বিশ্বজিৎ মন্ডল।
১৬ সালে বাদুরিয়া বিধানসভায় কংগ্রেসের কাজি আব্দুল রহিম জেতেন। ২০১৯ লোকসভায় এই কেন্দ্রে ৪০ হাজারের বেশি ভোটের লিড আছে তৃণমূলের।
এই ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাজি আবদুর রহিম। ২০২০ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এবার তাই তৃণমূল এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তাকে। বিজেপি প্রার্থী করেছে সুকল্যাণ বৈদ্যকে। আর কংগ্রেস প্রার্থী আব্দুস সাত্তার।
হাবড়া কেন্দ্রে ২০১৬ সালে জয় পান তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক (১,০১,৫৯০)। দ্বিতীয় সিপিএম প্রার্থী পান ৫৫,৬৪৩ টি ভোট। ২০১৯ সালে এই কেন্দ্রে ২০ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এবারও তৃণমূল ভরসা রেখেছে বালু (জ্যোতিপ্রিয় মল্লিক) এর উপর। বিজেপি প্রার্থী রাহুল সিনহা। আর সিপিএম প্রার্থী রিজি নন্দন বিশ্বাস।
অশোকনগর কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের ধীমান রায় (৯৮,০৪২), দ্বিতীয় সিপিএমের সত্যসেবী কর (৭৫,১৪৩)। ২০১৯ সালে এই কেন্দ্রে সাড়ে ১৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
একুশের ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। বিজেপি প্রার্থী করেছে তনুজা চক্রবর্তীকে আর আইএসএফের প্রার্থী তাপস চক্রবর্তী।
আমডাঙা বিধানসভায় ২০১৬ সালে জয়লাভ করেন তৃণমূলের রফিকুর রহমান (৯৬,১৯৩), দ্বিতীয় সিপিএমের আব্দুস সাত্তার (৭৩,২২৮)।
২০১৯ সালে আমডাঙায় ৩৬,৫৬৬ ভোটে এগিয়ে তৃণমূল।
এই ভোটেও তৃণমূল প্রার্থী করেছে রফিকুর রহমানকে। বিজেপির টিকিটে লড়ছেন জয়দেব মান্না আর আইএসএফ প্রার্থী করেছে জামালউদ্দিনকে।
বিজপুর কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের শুভ্রাংশু রায়। পরে তিনি বিজেপিতে যোগ দেন। ২০১৯ সালে এই কেন্দ্রে ৭ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এবার ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সুবোধ অধিকারীকে। বিজেপি প্রার্থী মুকুল পুত্র শুভ্রাংশু রায়। সিপিএম প্রার্থী করেছে সুকান্ত রক্ষিতকে।
নৈহাটি বিধানসভায় ২০১৬ সালে জেতেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। লোকসভা ভোটে এই কেন্দ্রে হাজার খানেক ভোটে এগিয়ে বিজেপি।
এই ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বিজেপির টিকিটে লড়ছেন ফাল্গুনী পাত্র। সিপিএম প্রার্থী ইন্দ্রাণী কুণ্ডু মুখার্জি।
২০১৬ সালে ভাটপাড়া বিধানসভায় জেতেন তৃণমূলের অর্জুন সিংহ। ২০১৯ লোকসভার আগে তিনি বিজেপিতে যোগ দিয়ে বারাকপুর থেকে লড়েন অর্জুন। এই কেন্দ্রে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এবার এখানে তৃণমূলের টিকিটে লড়ছেন জিতেন্দ্র সাউ। বিজেপি প্রার্থী পবন সিংহ। কংগ্রেসের প্রার্থী ধর্মেন্দ্র সাউ।
জগদ্দল কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের পরশ দত্ত। দ্বিতীয় ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাস। ২০১৯ সালে এই কেন্দ্রে ৮ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। বিজেপির টিকিটে লড়ছেন অরিন্দম ভট্টাচার্য। আইএসএফ প্রার্থী নিমাই সাহা।
নোয়াপাড়া কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন কংগ্রেসের মধুসূদন ঘোষ (৭৯,৫৪৮)। দ্বিতীয় তৃণমূলের মঞ্জু বসু পান ৭৮,৪৫৩ ভোট। ২০১৯ সালে এই কেন্দ্রে ৫০০ ভোটে এগিয়ে তৃণমূল।
এখানে তৃণমূল প্রার্থী মঞ্জু বসু। বিজেপি প্রার্থী সুনীল সিংহ। কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার।
বারাকপুর কেন্দ্রে তৃণমূলের শীলভদ্র দত্ত জেতেন ২০১৬ সালে। ২০১৯ সালে এই কেন্দ্রে ৪ হাজার ভোটে এগিয়ে আছে বিজেপি।
এই কেন্দ্রে এবার তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লা। সিপিএম প্রার্থী দেবাশিস ভৌমিক।
খড়দহ কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের অমিত মিত্র (৮৩,৬৮৮)। সিপিএমের অসীম দাশগুপ্ত পান ৬২,৪৮৮ ভোট। ২০১৯ সালে এই কেন্দ্রে দেড় হাজার মতো ভোটে এগিয়ে তৃণমূল।
এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাজল সিনহা। বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।
দমদম উত্তর কেন্দ্রে ২০১৬ সালে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যকে হারিয়ে জেতেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য। ২০১৯ সালে এই কেন্দ্রে ৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
একুশের ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস।
Comments are closed.