যাঁদের আধার কার্ড বা ভোটার তালিকায় নাম নেই, তাঁরাও রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। বুধবার নেতাজি ইন্ডোরের একটি সভা থেকে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে দুয়ারে সরকারে শিবির চলছে। যেখানে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতার মতো প্রকল্পগুলোর জন্য হাজারে হাজারে আবেদনপত্র জমা পড়ছে। এদিন প্রকল্প পাওয়া নিয়ে ফের একবার রাজ্যের গাইডলাইন জানিয়ে দেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, ভোটার তালিকায় বা আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না বলে একদল গুজব ছড়াচ্ছে। এসব আমরা মানি না। কেউ আধারকার্ড করালে করবেন, দুয়ার সরকার শিবির থেকেও করতে পারেন। তবে ভোটার তালিকা বা আধারে নাম না থাকলেও লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবেন। ভোটার-আধারে নাম থাকলে প্রকল্পের সুবিধা পাবেন না, এমনটা রাজ্য থেকে বলা হয়নি।
লক্ষ্মীর ভাণ্ডার এ ধরণের প্রকল্পের জন্য রাজ্যের কোষাগারে টান পড়ছে, বিরোধীদের তরফে একাধিকবার এই অভিযোগে তোলা হয়েছে। এদিন এ প্রসঙ্গেও মুখ খোলেন তৃণমূল নেত্রী। বলেন, আমরা মানুষের অধিকার দিচ্ছি, দেব। মানুষের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছি আমি। মানুষের সঙ্গে বেইমানি করে কখনও রাজনীতি করব না আমি। আমি মানুষে মানুষে ভেদাভেদ পছন্দ করি না।”
Comments are closed.