DSCI Excellence Award 2021-এ ফের পুরস্কৃত পশ্চিমবঙ্গ, সাইবার সিকিউরিটিতে রাজ্যের কাজকে স্বীকৃতি কেন্দ্রের

বর্তমানে বিশ্বে ইন্টারনেট ছাড়া এক পাও চলা কার্যত অসম্ভব। করোনা আসার পর থেকে তো কার্যত আমরা নেট নির্ভরশীল হয়ে পড়েছি। তবে সচেতনতার অভাবে সাইবার দুনিয়ায় অপরাধের সংখ্যাও বাড়ছে। কোনও অপরিচিত লিঙ্ক ক্লিক করলে মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই আবহে সাইবার দুনিয়া নিয়ে রাজ্যবাসীকে সচেতন করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য তথ্য প্রযুক্তি দফতর। ওয়েস্ট বেঙ্গল সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সিলেন্স (WB-CS-CoE) এই সংক্রান্ত কাজ করে আসছে। যার জেরে এবার রাজ্যের এই সংস্থাকে স্বীকৃতি দিল ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (DSCI).

সাইবার দুনিয়াকে আরও বেশি সুরক্ষিত এবং বিশ্বস্ত করার লক্ষ্যেই তৈরি হয় DSCI । সাইবার ক্রাইম মোকাবিলা, নাগরিক, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানকে সাইবার দুনিয়ায় সুরিক্ষিত রাখতে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে, তাদের কাজকে স্বীকৃতি জানাতে ২০১১ সাল থেকে DSCI Excellence Award শুরু করে DSCI. গত বছরের মতো এ বছরও সচেতনতা বিভাগে এই পুরস্কার পেয়েছে রাজ্যের WB-CS-CoE. বৃস্পতিবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য এই নেট নির্ভরশীল সময়ে রাজ্যবাসীকে সাইবার দুনিয়া সম্পর্কে সচেতন করতে এবং ভার্চুয়াল জগতের নানান খুঁটিনাটি জানাতে সারা বছর একাধিক পদক্ষেপ নিয়ে আসছে WB-CS-CoE . যার মধ্যে অন্যতম শেষ তিন বছরে ১৮ টিরও বেশি ওয়ার্কসপ-এর মাধ্যমে সচেতনতা শিবিরের আয়োজন করে WB-CS-CoE. এই ওয়ার্কশপগুলিতে এখনও পর্যন্ত প্রায় ৮ হাজার নাগরিক অংশগ্রহন করেছেন। এছাড়াও ওয়েব পোর্টাল, ইউটিউব চ্যানেলের মাধ্যমেও নাগরিকদের সচেতন করার কাজ করছে রাজ্য। সেই সঙ্গে বই, ক্যালেন্ডার, বিভিন্ন আকর্ষণীয় ভিডিও তৈরী, পোস্টার ইত্যাদি নানান জনপ্রিয় মাধ্যমের সাহায্যেও রাজ্যবাসীর মধ্যে সাইবার সিকিউটরিটির প্রয়োজনীয়তা প্রচার করে আসছে ওয়েস্ট বেঙ্গল সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সিলেন্স (WB-CS-CoE)। যে কাজের স্বীকৃতি হিসেবে গত বছরের মতো এবছরও DSCI Excellence Award পেল বাংলা।

Comments are closed.