WB Election 2021: দেগঙ্গায় গুলি চালানোর অভিযোগ বাহিনীর বিরুদ্ধে, মানল না কমিশন
চতুর্থ দফায় ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের
শীতলকুচির পর দেগঙ্গা। ফের গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। গুলি চালানোর কথা অস্বীকার করেছে CRPF. অন্যদিকে ঘটনায় প্রথমে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করলেও পরে জানিয়ে দেয়, এই ধরণের কোনও ঘটনা হয়নি, গ্রামবাসীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।
এদিন বেলা বাড়তেই শোনা যায়, দেগঙ্গায় গুলি চালিয়েছে কেন্দীয় বাহিনী। কুরুলগাছা গ্রামে ২১৪ ও ২১৫ নং বুথে গুলি চালানোর অভিযোগ ওঠে। গ্রামবাসীরা জানিয়েছেন, গাছের নীচে বসে গল্প করার সময় মাটিতে এসে একটা গুলি এসে পড়ে। ওই স্থানে গর্তও হয়ে যায়। এই নিয়ে শোরগোল পড়ে যায়। রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। কিন্তু পরে জানিয়ে দেওয়া হয়, কোনও গুলি চালানো হয়নি।
চতুর্থ দফায় ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।
Comments are closed.