সপ্তম দফার ভোট আসানসোল দক্ষিণে। বেলা গড়াতেই এই কেন্দ্রের বিজেপি আর তৃণমূল প্রার্থী নাম শিরোনামে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। অন্যদিকে বুথের বাইরে জমায়েতকারীদের সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
জানা গিয়েছে, রানিগঞ্জের খ্রীস্টান বালিকা বিদ্যালয়ে বুথের বাইরে ভিড় ছিল। সেই সময় জমায়েতকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে যান অগ্নিমিত্রা পাল। এরপরেই তিনি বল্লভপুরে একটি বুথে যান। সেখানে তৃণমূলের এজেন্টের মাথা থেকে টুপি খুলে নেন। অভিযোগ, ওই এজেন্ট তৃণমূলের মমতা ব্যানার্জির ছবি আঁকা টুপি পড়েছিলেন। প্রতিবাদ করেন অগ্নিমিত্রা। বিজেপি প্রার্থীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। একটি ভিডিওত দেখা যায়, বুথ থেকে অগ্নিমিত্রা পাল বেরিয়ে যাওয়ার সময় তাঁর হাতে ছিল ওই টুপি। গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে জানান অগ্নিমিত্রা পাল।
পাশাপাশি ১০৮ থেকে ১১২ নম্বর ওয়ার্ডের মধ্যে তৃণমূলের ক্যাম্পে ভিড় হঠিয়ে দেয় পুলিশ। কিন্তু পরে ফের ভিড় হলে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। ঠিক তখনই সেখানে গিয়ে হাজির হন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপর সায়নী জানান, সব উত্তর পাওয়া যাবে২ মে।
Comments are closed.