WB Election 2021: ভাঙ্গরের ISF প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর দিকে

ভাঙ্গরের আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকিকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ, ভাঙ্গরের গ্রামে তাঁকে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

সাঁইহাটি গ্রামে আইএসএফ কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপরেই আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকি ওই গ্রামে ঢোকেন। কেন্দ্রীয় বাহিনী তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ।

আইএসএফ প্রার্থী নওসাদের অভিযোগ, তৃণমূল সমর্থকরা এলাকার ভোটারদের পরিচয়পত্র কেড়ে নিচ্ছে। আমি ভোটারদের আশ্বস্থ করতে গিয়েছিলাম। কিন্তু আমাকে গ্রামে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী।

তৃণমূল গুন্ডামির অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, আইএসএফ প্রার্থী গ্রামে ঢুকে ভোটারদের প্রভাবিত করছিলেন।

Comments are closed.