অসমের পর বাংলা! ভোটের ঠিক আগের রাতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল EVM এবং VVPAT! ঘটনায় তীব্র চাঞ্চল্য। তৃণমূল নেতার বাড়িতে EVM এনেছিলেন যে সেক্টর অফিসার তপন সরকারকে সাসপেন্ড করেছে কমিশন। সূত্রের খবর তিনি শাস্তির মুখে পড়তে পারেন।
গভীর রাত। উলুবেড়িয়া উত্তর বিধানসভার অন্তর্গত গাঁতাইত পাড়ায় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে হাজির ৩ ভোট কর্মী। সঙ্গে EVM, VVPAT. অভিযুক্ত সেক্টর অফিসার তপন সরকারের দাবি, EVM, VVPAT নিয়ে ফিরতে অনেক রাত হয়ে যাওয়ায় তিনি রিটার্নিং অফিসারকে ফোন করে জানান। নির্দেশ আসে রাস্তায় রাত কাটানোর। তখন তপন বাবুর এক সহকর্মীর পরামর্শে গাঁতাইত পাড়ায় গৌতম বাবুর বাড়ি রওনা হন সকলে। অভিযুক্ত সেক্টর অফিসারের দাবি, তিনি জানতেন না গৌতম ঘোষ এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত।
এদিকে তৃণমূল নেতার বাড়িতে EVM এবং VVPAT জমা হয়েছে, এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পাড়ায়। স্থানীয় লোকজন গৌতমের বাড়ি ঘিরে ফেলেন। বাড়তে থাকে উত্তাপ। এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিডিও। বিশাল পুলিশ বাহিনী এসে লাঠি মেরে জনতাকে হটিয়ে দেয়।
বিজেপির অভিযোগ, ভোটে কারচুপি করতে তৃণমূল এই কাজ করেছে। তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কমিশন জানিয়েছে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৪ টি করে EVM এবং VVPAT আর ভোটের কাজে লাগানো হবে না।
Comments are closed.