তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ। উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান। ভাঙ্গা হল চণ্ডীপুরের তৃণমূল প্রার্থীর গাড়িও। দ্বিতীয় দফায় ভোট চলছে চণ্ডীপুরে। এদিন সকালেই কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শনে যান সোহম। বেলা বাড়তে তিনি পৌঁছান মহম্মদপুরের ১ নম্বর ব্লকের বুথ সংলগ্ন এলাকায়। অভিযোগ, সেখানে একদল যুবক তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাধা দিতে গেলে ভাঙচুর করা হয় সোহমের গাড়ি। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে এসে সোহমকে উদ্ধার করেন। অভিযুক্তরা বিজেপি সমর্থক বলে অভিযোগ করেছে তৃণমূল।
সোহম জানিয়েছেন, প্রথমে তাঁকে ঘিরে ধরে জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ দেখানো হয়। নিজেকে বাঁচাতে গাড়িতে উঠে পড়লে গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয়। এমনকি গাড়ির ওপরেও উঠে পড়ে কয়েকজন। গাড়ির কাঁচ ভেঙ্গে যায়।
গাড়ি কিছুটা এগিয়ে বুথের সামনে গেলে নেমে পড়েন সোহম। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানরা সোহমকে রক্ষা করেন। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
Comments are closed.