নন্দীগ্রামে বাড়ি থেকে বেরলেন মমতা ব্যানার্জি। দুপুর ১ টা নাগাদ তিনি নীল ফক্সভাগেন গাড়িতে বাড়ি থেকে বেরন মমতা। সূত্রের খবর, যে সমস্ত বুথ থেকে অভিযোগ আসছে সেখানে যেতে পারেন তৃণমূল নেত্রী।
সাধারণত ভোটের দিন নিজের ভোট দেওয়া ছাড়া বাড়ি থেকে বেরোতে দেখা যায় না মমতা ব্যানার্জিকে। কিন্তু এই প্রথম কলকাতা ছাড়িয়ে নন্দীগ্রামে ভোটে লড়ছেন তিনি।
কথা ছিল, ভোটের দিন বিকেলে নন্দীগ্রাম থেকে কলকাতা ফিরবেন তিনি। তারপর সোজা রওনা দেবেন উত্তরবঙ্গ।
কিন্তু পরবর্তীতে সূচি বদলে ভোটের দিন নন্দীগ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা। শুক্রবার সকালে তিনি কলকাতা ফিরবেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
এদিকে সকাল থেকেই অ্যাকটিভ শুভেন্দু অধিকারী। সকালে ভোট দেন বিজেপি প্রার্থী। তারপর যেখানে অভিযোগ পেয়েছেন, ছুটে গিয়েছেন শুভেন্দু। সাতেঙ্গাবাড়ি এলাকায় শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে পাথর মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি শুভেন্দুকে এদিন ফের গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়।
Comments are closed.