ভোটের উত্তাপে ফুটছে নন্দীগ্রাম। সকাল থেকে রেয়াপাড়ার ভাড়া বাড়ি ছেড়ে না বেরোলেও দুপুর ১ টা নাগাদ বেরোন মমতা ব্যানার্জি। সোজা চলে যান বয়াল ১ নম্বর পঞ্চায়েতের ৭ নম্বর বুথে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে বাধা দিচ্ছে।
মমতা ব্যানার্জি বুথে আসতেই তাঁকে ঘিরে ধরে রি-পোলের দাবি জানাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। মমতা ব্যানার্জি তাঁদের শান্ত হওয়ার আবেদন করেন। তিনি বলেন, এখনও পর্যন্ত ৬৩ টি অভিযোগ করা হয়েছে কিন্তু একটি অভিযোগেরও নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ মমতার। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হিন্দিভাষী বহিরাগতদের দিয়ে অশান্তি করা হচ্ছে। কমিশন নীরব।
বুথের সামনে থেকেই রাজ্যপালকে ফোন করেন মমতা ব্যানার্জি। অভিযোগ জানান ধনখড়কে। মমতা ব্যানার্জি জানিয়ে দেন তাঁরা এই নিয়ে কোর্টে যাবেন।
Comments are closed.