শুরু হয়ে গেল বাংলা সহ ৫ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ভোট গণনা। বাংলায় ২৯২ টি আসনে প্রার্থীদের ভাগ্যনির্ধারণ হবে।
মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, কান্তি গাঙ্গুলি, মহম্মদ সেলিমের মত রয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। রাজ, সায়ন্তী, রুদ্রনীলের মত তালিকায় রয়েছেন একঝাঁক তারকা প্রার্থী।
পোস্টাল ব্যালটের গণনা চলছে এই মুহূর্তে। পোস্টাল ব্যালটের পর শুরু হবে ইভিএম এর ভোট গণনা।
করোনা পরিস্থিতির কারণে ২০১৬ এর তুলনায় কাউন্টিং হলের সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। ২০১৬ কাউন্টিং হলের সংখ্যা ছিল ৩৮৫ টি। দূরত্ববিধি বজায় রাখতে একুশের গণনায় ১০৮ টি কাউন্টিং সেন্টারে গণনা কক্ষের সংখ্যা করা হয়েছে ৭০৬টি।
বেলা ১২ টার মধ্যে ফলাফল স্পষ্ট হয়ে যাবে বলে আশা করছেন পর্যবেক্ষকরা।
Comments are closed.