গণনা শুরু হতেই এগিয়ে গেল তৃণমূল। তবে ইভিএম গণনা এখনও শুরু হয়নি। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হয়। সেই গণনাতে দেখা যাচ্ছে এগিয়ে গিয়েছে তৃণমূল।
শেষ পাওয়া খবরে তৃণমূল ৭০ টি এবং বিজেপি ৬৫ টি আসনে এগিয়ে। সংযুক্ত মোর্চা এগিয়ে ৩ আসনে।
তবে পর্যবেক্ষকরা বলছেন, পোস্টাল ব্যালটে কে কত পেলেন তার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই আসল ফল মেলে না। এটি গণনার একেবারে প্রথম ধাপ। তাই পোস্টাল ব্যালট দেখে কোন সিদ্ধান্তে না পৌঁছনোই ভাল।
Related Posts
Comments are closed.