অষ্টম দফার ভোটের পর ভোটদানের হার দেখে বুঝতে পারি একতটা গোলমাল হচ্ছে। তখন সপ্তম দফার ভোটের হার দেখি। বুঝতে পারি আমাদের ভোট কম হচ্ছে। তখনই বুঝতে পারি জিততে সমস্যা হবে।
সর্বভারতীয় নিউজ চ্যানেলে সিনিয়ার সাংবাদিক রাজদীপ সারদেশাইকে বললেন বাংলায় বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। পাশাপাশি জানালেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, মমতা দিদির মাপের কোন নেতা না থাকার জন্য এই ফল। সেই সঙ্গে স্বীকার করলেন, তৃণমূলের বহিরাগত আক্রমণের কোন জবাব বিজেপির কাছে ছিল না।
কৈলাস বিজয়বর্গীয় জানান, মোদীর ভোট ছাড়া কেন বিজেপি কোন ভোট জিততে পারছে না তা নিয়ে গভীর চিন্তার সময় এসেছে।
Comments are closed.