বাংলা এবং নন্দীগ্রামে জয়ী মমতা ব্যানার্জি। একুশের রায় প্রমাণ করে দিল বাংলা নিজের মেয়েকেই চায়। ১২০০-র বেশি ভোটে নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী। মমতার জয় নিয়ে উচ্ছ্বসিত একাধিক রাজনৈতিক দলের নেতা। তাঁকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। টুইট করে তিনি জানিয়েছেন, মমতা দির পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা।
Congratulations to the Chief Minister of West Bengal, @MamataOfficial Didi on her party’s victory in West Bengal assembly elections. My best wishes to her for her next tenure.
— Rajnath Singh (@rajnathsingh) May 2, 2021
পরবর্তী সময়ের জন্য মমতা ব্যানার্জিকে শুভকামনা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
Congratulations @MamataOfficial didi on @AITCofficial being elected again in the Assembly election. Good wishes for your next tenure.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 2, 2021
বাংলায় জয় পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন শরদ যাদব।
Mamata ji congratulations on your landslide victory@AITCofficial @MamataOfficial pic.twitter.com/J8vbjbg13j
— SHARAD YADAV (@SharadYadavMP) May 2, 2021
প্রণব মুখার্জির ছেলে কংগ্রেস নেতা অভিজিৎ মুখার্জি জানিয়েছেন, দিদি, একা হাতেই বাংলায় গেরুয়াবাহিনীকে রুখেছেন। স্যালুট জানাচ্ছি।
Desperate Attempt to Polarise , Pumping Crores of Money , Entire Tourist Gang & fake news & dirty vendetta politics could not help @BJP4India & @BJPBengal cross triple digit tally in Bengal !
Didi @MamataOfficial single handedly halted the saffron Juggernaut in Bengal.
Salute 🙏— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) May 2, 2021
সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতার শক্তির বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছেন মমতা ব্যানার্জি। জানিয়েছেন কেরলের বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুর।
Congratulations to @MamataOfficial Mamata Banerjee on her spectacular victory over the forces of communalism and intolerance. The voters of Bengal (& esp Nandigram) have demonstrated where their hearts lie. The BJP has met its match in Bengal, and lost.
— Shashi Tharoor (@ShashiTharoor) May 2, 2021
নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত সাহসী ছিল। বাংলায় ক্ষমতা দখলের জন্য বিজেপির আক্রমণাত্মক নীতির পরাজয় হয়েছে। টুইট করে প্রতিক্রিয়া সিপিআইএমএলের লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
Congratulations, @MamataOfficial! Your decision to contest from Nandigram was a bold & courageous move, and the victory in this hard fought battle has been the just reward. West Bengal has given a fitting rebuff to the BJP's aggressive & unscrupulous bid to capture power. Kudos!
— Dipankar (@Dipankar_cpiml) May 2, 2021
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শুভেচ্ছা জানিয়েছেন মমতা ব্যানার্জিকে।
दीदी .@MamataOfficial जी एवं पश्चिम बंगाल की जनता को इस शानदार जीत की हार्दिक बधाई एवं शुभकामनायें।
— Hemant Soren (@HemantSorenJMM) May 2, 2021
জয়ের পরই সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতা জানান, আমাদের প্রথম কাজ কোভিড নিয়ন্ত্রণ করা।
Comments are closed.