বাংলায় চলছে ষষ্ঠ দফার ভোট। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে ভোট গ্রহণ। সকাল সকাল করিমপুরে ভোট দিলেন মহুয়া মৈত্র, কাচরাপাড়ায় ভোট দিলেন মুকুল রায়, ভাটপাড়ায় অর্জুন সিংহ, কালিয়াগঞ্জে ভোট দিলেন দীপা দাশমুন্সি।
এদিকে বারাকপুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন বিজেপি সমর্থকরা।
পুর্ব বর্ধমানের আউশগ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হুঙ্কি দিতে দেখা যায় তৃণমূল নেতাকে। তিনি বলেন, ৩ দিন পর আমাদের সরকার আসবে। আপনাকে দেখে নেব। শীতলকুচি করার হুমকি দেবেন না। এই ঘটনায় এলেকায় উত্তেজনা ছড়ায়।
পুর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের ৩৫ নম্বর বুথে জয় শ্রীরাম স্লোগান দেন এক থার্ড পোলিং অফিসার। তৃণমূলের এজেন্টদের অভিযোগের প্রেক্ষিতে ওই থার্ড পোলিং অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন।
সবমিলিয়ে বঙ্গ ভোট চলছে নিজের মেজাজেই।
Comments are closed.