WB Election 2021: আজ দুপুর ২টোয় তৃণমূল, বিকেল ৪টেয় বাম-কংগ্রেস-আইএসএফের প্রার্থী তালিকা
৮ দফার ভোট পর্ব শুরু হচ্ছে ২৭ মার্চ, শেষ ২৯ এপ্রিল
বাংলায় নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ৮ দফার ভোট পর্ব শুরু হচ্ছে ২৭ মার্চ। শেষ ২৯ এপ্রিল। ইতিমধ্যেই মনোনয়ন জমা দেওয়ার সময়সীমাও চালু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, আজ দুপুর ২টোয় তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবেন মমতা ব্যানার্জি। তালিকায় একাধিক চমক থাকার ইঙ্গিত রয়েছে। অন্যদিকে, এদিনই বিকেলে প্রথম দু’দফার নির্বাচনে যে ৬০ আসনে ভোট হবে তার জন্য প্রার্থী তালিকা ঘোষনা করবে বাম-কংগ্রেস-আইএসএফ জোট। সূত্রের খবর, এবার দফায় দফায় তালিকা ঘোষনার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। তবে বিজেপি আজ না আগামীকাল শনিবার প্রার্থী তালিকা ঘোষনা করবে তা চূড়ান্ত নয়। সূত্রের খবর, এদিন বিকেলে দিল্লি থেকেও বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে।
Comments are closed.