শালবণির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে ধরে হেনস্থার অভিযোগ। প্রার্থীর গাড়িতে ভাঙচুর। আক্রান্ত সংবাদমাধ্যম। গ্রেফতার ৪। প্রথম দফার ভোটের শুরুতেই উত্তপ্ত জঙ্গলমহল।
অভিযোগ, শালবণি কেন্দ্রের গড়বেতা ৩ নম্বর ভেলাইয়া গ্রামের বুথে সুশান্ত ঘোষ ঢুকতেই আপত্তি জানাতে শুরু করেন তৃণমূল এজেন্টরা। বেরিয়ে আসেন সুশান্ত ঘোষ। বাইরেও তাঁকে ঘিরে ধরে চলে স্লোগান। অভিযোগ এই সময় ভাঙচুর করা হয় প্রার্থীর গাড়ি। আক্রান্ত হয় সংবাদমাধ্যম। অভিযোগের তির তৃণমূলের দিকে। সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ধাক্কা মারা হয় বলেও অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী সুশান্তকে বের করে নিয়ে আসে।
শালবণিতে সিপিএমের সুশান্ত ঘোষের বিরুদ্ধে লড়াই তৃণমূলের শ্রীকান্ত মাহাতর। এখানে বিজেপির হয়ে ভোট লড়ছেন সমিত দাস।
বিক্ষোভের পর সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ বলেন, এভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। তৃণমূল তা বুঝতে পারছে বলেই মরিয়া হয়ে উঠেছে।
Comments are closed.