কাঁথিতে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ। তার গাড়ি ভাঙচুর করার অভিযোগ।
সূত্রের খবর, কাঁথিতে একটি বুথের সামনে সৌমেন্দুর গাড়ি গিয়ে দাঁড়ায়। সেই সময় তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। ভাঙচুরের পাশাপাশি আহত হন সৌমেন্দুর গাড়ির চালক।
বিজেপি সূত্রে খবর, শনিবার সকালে বড়ি থেকে বেরিয়েছিলেন সৌমেন্দু। অভিযোগ প্রথমে তাঁকে মারার চেষ্টা করা হয়। এরপর ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। সৌমেন্দু জানিয়েছেন, অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি এলাকা ছাড়বেন না। তাঁর সরাসরি অভিযোগ তৃণমূল আশ্রিত গুন্ডারা এই কাজ করেছে।
Comments are closed.