পূর্বাভাস ছিল মঙ্গলবার থেকে একনাগাড়ে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সেই সঙ্গে তাপমাত্রাও কমবে। তবে ফের আবহাওয়ার রদবদলের খবর দিল হাওয়া অফিস। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদুৎ সহ বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। সেই সঙ্গে বাড়বে অদ্রতাজনিত অস্বস্তি।
এদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী কয়েক ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
Comments are closed.