আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি; আর যা জানাল হাওয়া অফিস 

বৃহস্পতিবারও দিনভোর মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে মৌসুমী অক্ষরেখা। যার জেরে রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গের কয়টি জেলায়।

পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলের জেলাগুলোতে। সেই সঙ্গে  পশ্চিমের জেলাগুলোতেও বজ্রবিদুৎ সহ বৃষ্টি হবে আগামী কয়েক দিন।

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থানের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা ছিল। তবে তা সরে যাওয়ার ভারী বৃষ্টির সম্ভবনা এখন প্রায় নেই। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা কমবে বললেই আশা করা হচ্ছে।

Comments are closed.