পুজোর মরশুমে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এবং যার জেরে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী, শনিবার রাতে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। ২৪ ঘণ্টা পর তার অবস্থান দিঘার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৫৬০ কিলোমিটার দূরে। ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশ উপকূলের দিকে চলে গেলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে।
হাওয়া অফিস জানিয়েছে, নবমীর দিন কলকাতা সহ পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলার বিক্ষিপ্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়াও পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমীর দিনও রাজ্যের কয়েকটি জেলায় আবহাওয়ার পরিস্থিতি একই রকম থাকবে বলে খবর।
Comments are closed.