শীতের বিদায় আর সময়ের অপেক্ষা মাত্র। তাপমাত্রা কমলেও খুব শীঘ্রই রাজ্য থেকে বিদায় নেবে শীত। বৃহস্পতিবার থেকেই কার্যত তাপমাত্রা বাড়বে। বুধবার আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই কার্যত শীতের বিদায় শুরু হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বুধবারও পারদ পতন জারি ছিল। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা আরও কমে দাঁড়ায় ১৫.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। বুধবার সকাল থেকেই শীতের আমেজ ফিরে আসছে। সন্ধ্যের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভবনা রয়েছে। যদিও শীতের অবস্থা খুব বেশি দিন স্থায়ী থাকবে না। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই কার্যত ঝড়ের গতিতে তাপমাত্রা বাড়বে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি এবং সর্বচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আগামী কয়েকদিন কলকাতা সহ আশেপাশের জেলার আকাশ পরিষ্কারই থাকবে। বৃষ্টির কোনও সম্ভবনা নেই। তবে, আর দিন দুয়েক মধ্যেই শীতের আমেজও উধাও হয়ে যাবে বলেই জানানো হয়েছে।
Comments are closed.