শীত প্রায় শেষের পথে। কার্যত গরম পড়ে গিয়েছিল। কিন্তু এর মধ্যেই কার্যত ইউটার্ন নিল আবহাওয়া। বিদায় বেলায় ফের স্বমহিমায় শীত। শনিবারও তাপমাত্রার পতন জারি রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার পাঁচ দিন তাপমাত্রা এরকমই থাকবে। বিশেষ পরিবর্তন হবে না।
শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হয় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি কম। জানা গিয়েছে আগামী চার পাঁচ দিন সর্বনিম্ন এবং সর্বচ্চ তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকালের দিকে কুয়াশার আধিক্য থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাবে। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভবনা নেই।
তাপমাত্রার এই ওঠানামা নিয়ে আবহাওয়াবীদরা জানাচ্ছেন, মূলত উত্তরপ্রদেশের কাছে একটি পশ্চিমী ঝঞ্জা অবস্থান করছিল। যার জেরেই উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল। তবে পশ্চিমী ঝঞ্জার প্রভাব কমে এসেছে। যার জেরেই তাপমাত্রার এই পতন। যদিও হাওয়া অফিস জানিয়েছে, শীতের এই আমেজ বেশি দিন স্থায়ী হবে না। চার পাঁচ দিন পরেই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে।
Comments are closed.